সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে ডাকাত সন্দেহে দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের সোয়ার গাঁও গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ দুই আটকৃকদের থানায় নিয়ে আসে। আটককৃত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দক্ষিণ কারপাড়া গ্রামের মৃত কাউছ মিয়ার পুত্র আমির আলী (২৩) ও একই গ্রামের আব্দুল মিয়ার পুত্র শাওন(২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে দয়ামীর ইউনিয়নের ঘোষগাঁও এলাকায় ডাকাত ঢুকেছে বলে স্থানীয় জনতা তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে কাপারি পাড়া গ্রাম হয়ে সুয়ারগাঁ গ্রামে আসলে সোয়ারগাঁও জামে মসজিদের ইমামসহ স্থানীয়রা একজনকে আটক করেন। পরে স্থানীয় উত্তেজিত জনতা গ্রামে ধাওয়া দিলে আরোও একজনকে আটক করা হয়। তাদের মসজিদে আটকে রেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য ওসি মো. মোনায়ে মিয়া বলেন, সংঘবদ্ধ হয়ে তিন জন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে এসে স্থানীয়দের হাতে আটক হন। দুইজন আটক হলেও একজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। আটককৃতদের শারীরিক অবস্থা অশংখ্যা জনক হওয়ায় তাদেরকে সিলেট এম.এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে মামলা দায়ের পক্রিয়াধীন।