ওসমানীনগরে জাপা নেতার বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৫

ওসমানীনগরে জাপা নেতার বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটের ওসমানীনগরে জনসাধারণের চলাচলের রাস্তা দখলের অভিযোগ উঠেছে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউপি সদস্য আসাদুজ্জামান জুবায়েরের বিরুদ্ধে।

 

 

বুধবার (৯ এপ্রিল) গ্রামবাসীর পক্ষে হাফিজ মাওলানা জুনাইদ আহমদ উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

 

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্রথমপাশা গ্রামের আবাসিক মাদ্রাসা হতে সিলেট-ঢাকা মহাসড়কে মিলিত রাস্তা দিয়ে কয়েক গ্রামের লোকজন যাতায়াত করেন। প্রথমপাশা পূর্ব হাওরে যাতায়াতের একমাত্র রাস্তা এটি।

 

 

স্থানীয় সরকারের গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় বুরুঙ্গা ইউনিয়নের অধীনে রাস্তাটি দুই ধাপে ইট সলিং ও পাকাকরণের পর উন্নয়ন সম্পাদনের নামফলক স্থাপন করা হয় ইউপি সদস্য জাপা নেতা আসাদুজ্জামান জুবায়েরের বাড়ীর সামনে।

 

 

স্থানীয়দের অভিযোগ, গত ৩ এপ্রিল ভোর রাতে জুবায়েরের নেতৃত্বে ফজলু মিয়া, আজাদ মিয়াসহ কয়েকজন উদ্দেশ্য প্রনোদিতভাবে নামফলকটি অপসারণ করে রাস্তার জায়গা দখলে নেন। তাছাড়া সীমানা প্রাচীর নির্মাণের অপচেষ্টা এবং জনসাধারণকে রাস্তা ব্যবহারে বাধা দিচ্ছেন বলে জানান স্থানীয় গ্রামবাসী।

 

এমনকি সরকারি উদ্যোগে রাস্তায় ইট সলিং করার পর পুনরায় সেই ইট তুলে নিয়ে নিজের বাড়িতে নির্মাণ কাজে ব্যবহারের অভিযোগও উঠেছে।

 

বিষয়টি নিয়ে বুরুঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীপঙ্কর দেব শিবু বলেন, নতুন সীমানা প্রাচীর নির্মাণ ও জনসাধারণ চলাচলে বাধা প্রদানের অভিযোগ করছেন অনেকেই। বিষয়টি সমাধানে প্রশাসনিক উর্ধ্বতন কৃর্তপক্ষের সাথে আলোচনা চলছে।

 

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন লিখিত অভিযোগের সত্যতা স্বীকার বলেন, অভিযোগের তদন্তে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ব্যবস্থা নেবে।

 

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা জাপার সাধারণ সম্পাদক ইউপি সদস্য আসাদুজ্জামান জুবায়েরের বাড়ি এবং ইউনিয়ন কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30