স্ত্রীসহ করোনা আক্রান্ত চিত্রনায়ক কাজী মারুফ

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২০

স্ত্রীসহ করোনা আক্রান্ত চিত্রনায়ক কাজী মারুফ

লন্ডন বাংলা ডেস্কঃঃ
স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। বর্তমানে তারা দুজনই নিউইয়র্কে অবস্থান করছেন। কাজী মারুফের বাবা বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ আজ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

কাজী হায়াৎ বলেন, ‘কাজী মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল পরীক্ষায় তাদের দুজনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। এখন তারা নিউইয়র্কের বাসায় আইসোলেশনে আছে। তবে তাদের দুটি সন্তান সুস্থ আছে।

 

কাজী হায়াৎ আরও বলেন, ‘সেখানে ওর মামা আছে। আমাদেরও যাওয়ার কথা ছিল। কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে যাওয়া হয়নি। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন।

Spread the love