বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের উপ-কমিশনার ডাঃ সিরাজুল ইসলাম

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মে ২০, ২০২৫

বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের উপ-কমিশনার ডাঃ সিরাজুল ইসলাম

প্রতিনিধি/গোলাপগঞ্জঃ

আন্তর্জাতিক পর্যায়ে স্কাউট ব্যক্তিত্ব ডাক্তার সিরাজুল ইসলাম বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের উপ-কমিশনার ( প্রোগ্রাম ও আন্তর্জাতিক) নির্বাচিত হয়েছেন। তিনি গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের মৃত হাজী ওয়ারিছ আলীর ছেলে।

 

তিনি ২০০৭ সালে ইংল্যান্ডে, ২০১১ সালে সুইডেনে, ২০১৫ সালে জাপানে ও ২০১৮ সালে আমেরিকায় বিশ্ব জাম্পুরিতে অংশগ্রহণ করেন।

 

এছাড়া তিনি ইন্ডিয়া ও থ্যাইলেন্ডে স্কাউটসের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন করেন ।

 

ডাক্তার সিরাজুল ইসলাম ১৯৭৩ সালে সপ্তম শ্রেণীতে পড়ুয়া অবস্থায় স্কাউটসের বেসিক কোর্স ও ১৯৮২ সালে অ্যাডভান্স কোর্স সম্পন্ন করেন।

 

এরপর থেকে তিনি স্কাউটের সাথে নিবিড় ভাবে জড়িয়ে পড়েন। তিনি ১৯৮৬ সালে স্কাউটসে এবং ২০০০ সালে কাবের উডব্যাজ অর্জন করেন।

 

উল্লেখ্য, তিনি বিগত সময়ে বাংলাদেশ স্কাউট গোলাপগঞ্জ উপজেলা স্কাউটস লিডার, যুগ্ম সম্পাদক ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ছিলেন।
তিনি নিজ দক্ষতা ও গুণে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের উপ- কমিশনার প্রোগ্রাম ও স্পেশাল ইভেন্টের দায়িত্বও পালন করেন। তিনি একজন নিরলস স্কাউট ব্যক্তিত্ব। বিরতিহীন স্কাউটস কর্মকান্ডে তিনি বিশেষ অবদান রেখে যাচ্ছেন।

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30