সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মে ২১, ২০২৫
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
নব-গঠিত যুক্তরাজ্য যুবদলের কমিটিতে প্রচার সম্পাদক হিসাবে মনোনিত হয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নূরপুর (মোবারকপুর) গ্রামের শিপন আহমদ। জতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ অনুমোদিত কমিটিতে প্রচার সম্পাদক হিসাবে স্থান পেয়েছেন তিনি।
শুক্রবার (১৬ মে) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া শিপন আহমদ ছাড়াও যুক্তরাজ্য যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সিলেটের ওসমানীনগর উপজেলার আরো ১৫ যুবদল নেতা স্থান পেয়েছেন।
এদিকে, যুক্তরাজ্য যুবদলের নব-গঠিত কমিটির প্রচার সম্পাদক হিসাবে স্থান পাওয়ায় শিপন আহমদকে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সমাজিক সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বলেন, ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদি আদর্শ লালন করে অভিবক্ত বালাগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদে থেকে এম.ইলিয়াস আলীর দিক নির্দেশনায় দলকে এগিয়ে নিতে কাজ করেছেন শিপন আহমদ।
যুক্তরাজ্য গিয়েও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদলের রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনে অগ্রনী ভূমিকা রাখেন যুক্তরাজ্য যুবদলের সাবেক কুটিশিল্প বিষয়ক সম্পাদক শিপন আহমদ।