বিশ্বনাথে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫

বিশ্বনাথে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রতিনিধি/বিশ্বিনাথঃঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনার নির্দেশে  শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কলেজ হলরুমে শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পরীক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এবং শিক্ষাজীবন ও ক্যারিয়ার গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

 

বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজ ছাত্রদলের সভাপতি মনোয়ার খান।

 

সাধারণ সম্পাদক আব্দুল বাসিতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি ময়নুল হক।

 

বিশেষ অতিথি  ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে বিদ্যোৎসাহী সদস্য প্রভাষক মোনায়েম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমেদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, মামুন আহমদ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মুত্তাকিন, লায়েক আহমদ, তাজুল ইসলাম, সালেহ আহমদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল জাকির, ফাহিম আহমদ, ছাইম উদ্দিন প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, জাতীয়তাবাদি চেতনা লালন করে ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে আছে। গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি করা, মাদক থেকে নিরাপদে থাকা ও মোবাইল আসক্তিতে যেন জড়িয়ে না পরে সে বিষয়ে অভিভাবকদের প্রতি সতর্ক থাকার অনুরোধ করেন। এছাড়া প্রতিটি শিক্ষার্থী যেন সু-শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মত মানুষ হতে পারে সে বিষয়ে আশাবাদ ব্যাক্ত করেন।

 

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031