সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
গত বছরের ২৪ জুনপ্রজ্ঞাপন জারির পরও এখনো সিলেটে চালু হয়নি শ্রম আদালতের কার্যক্রম। সরকারি নির্দেশনার সাত মাস পেরিয়ে গেলেও স্থান নির্ধারণ না হওয়া সিলেটে এ আদালত চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে, আইনী বিষয়াদি নিয়ে চট্টগ্রাম শ্রম আদালতে যাতায়াত করতে করতে গিয়ে চরম ভোগান্তিতে আছেন সিলেটের লাখো শ্রমিকরা। নানা সমস্যা ও মামলা নিয়ে সিলেট বিভাগের শ্রমিকদের দ্বারস্থ হতে হচ্ছে চট্টগ্রাম শ্রম আদালতে।
জানা গেছে, গত বছরের ২৪ জুন প্রজ্ঞাপন জারির পর থেকে চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতের এখতিয়ার বহির্ভূত হওয়ায় সিলেট বিভাগের কোনো মামলা গ্রহণ করা হয়নি। পরে শ্রম মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের নভেম্বর থেকে চট্টগ্রাম শ্রম আদালত অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিলেট শ্রম আদালতের মামলা গ্রহণ করছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিলেট শ্রম আদালত স্থাপনের ক্ষেত্রে লোকবল নিয়োগের কার্যক্রম চলছে। তবে সিলেট নাকি শ্রীমঙ্গল কোথায় আদালত চালু হবে সে স্থান এখনও নির্ধারণ হয়নি।
এলবিএন২৭/জা-র/০৩
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |