সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে ওসমানীনগরে কম্বল বিতরণ করা হয়েছে। সোববার উপজেলার তাজপুর, দয়ামীর, উমরপুর ও গোয়ালাবাজার ইউনিয়নের শীতার্ত হতদরিদ্র লোকজনের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা জাপার সভাপতি সুফি মাহমুদ, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান ফয়ছল, জাপা নেতা আব্দুল শহিদ, জাহাঙ্গির আলম, আশক আলী প্রমুখ।
এসময় জেলা পরিষদের সদস্য (৮ নং ওয়ার্ড) আশিক মিয়া বলেন, অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব । শীতার্ত মানুষের সাহায্যে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হতদরিদ্র শীতার্ত লোকজন কিছুটা হলেও শীতের কষ্ট থেকে মুক্তি পাবে ।