সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
প্রতিনিধি /গোয়াইনঘাট::
গোয়াইনঘাটের বিছনাকান্দিতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযানে ১৫টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাথর উত্তোলনের কয়েকটি গর্ত থেকে সেচ কাজে ব্যবহৃত ১৫টি শ্যালো মেশিনে অগ্নি সংযোগ করে বিনষ্ট করা হয়। একই সাথে পাথর উত্তোলনের সরঞ্জাম রাখার কয়েকটি খুপরি ঘর আগুন দিয়ে পোড়ানো হয়।
অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব জানান, অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে ১৫টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল হাশেম, গোয়াইনঘাট থানার এসআই আতিকুজ্জামান জুনেলসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।