জেলা প্রতিনিধিঃঃ
মরনব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় ব্যক্তি উদ্যোগে কর্মহীন ৫শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জিয়াউল হক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিনের নিজস্ব অর্থায়নে এই ত্রান বিতরণ করা হয়। এসময় উপজেলার সদর ইউনিয়নে ৫শতাধিক কর্মহীন হয়ে পড়া প্রত্যেকের মাঝে ১৪কেজি(চাল ১০ কেজি,আলু,২কেজি,লবন১কেজি,১কেজি তেল বিতরন করা হয়। বিতরন কালে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সচিব ও সদস্যরা। দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জনাব জিয়াউল হক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন- করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় ছিন্নমূল মানুষের পাশে দাড়াতেই ত্রাণ সহায়তা কার্যক্রমের ব্যাবস্থা গ্রহন করেছি। সেই সাথে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি ।