সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
করোনা সচেতনায় দেশের বিভিন্ন এলাকা থেকে বালাগঞ্জে আসা ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আলামতগুলো ল্যাবে প্রেরণ করা হয়েছে।
এরমধ্যে ২৩ এপ্রিল সকাল পর্যন্ত ১১ জনের রিপোর্টে নেগেটিভ এসেছে। বাকি ৯ জনের রিপোর্ট ক্রমান্বয়ে আসবে বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এসএম শাহরিয়ার।
তিনি বলেন, করোনা রোগী সনাক্ত হলে তাদের জন্য বালাগঞ্জ ডিএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ রোগীদের আমরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছি।
অন্য এলাকা থেকে আসা লোকজনের বিষয়ে ম্যাসেজ পাওয়ার সাথে সাথেই করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কার্যক্রমের অংশ হিসেবে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এটি একটি স্পর্শকাতর ব্যাধি এর থেকে আমাদের সচেতন থাকতে হবে। গুজব না ছড়িয়ে মানুষকে আতঙ্কিত না করার জন্য তিনি সবার প্রতি আহবান জানান।