সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
রাজধানীর স্বামীবাগের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) মন্দিরে পুরোহিতসহ ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে মন্দিরটি লকডাউন করে দেওয়া হয়েছে।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘শুক্রবার ৩৪ অনুসারী ও পুরোহিতের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং তারা সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গেন্ডারিয়া থানার পরিদর্শক জানান, গতকাল শনিবার সকালে স্বামীবাগ আশ্রম যা স্থানীয়ভাবে ইসকন মন্দির নামে পরিচিত, সেটিকে লকডাউন করে দেওয়া হয়।
শেখ আমিনুল ইসলাম আরও জানান, সংগঠনের সংক্রমিত সদস্যদের তথ্য সংগ্রহ করছে পুলিশ। শিগগিরই আবার তাদের পরীক্ষা করা হবে। আক্রান্ত সবাইকে মন্দিরের ভেতরেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরামর্শক্রমে প্রয়োজনে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে।
ইসকন পুরোহিতদের বরাত দিয়ে পরিদর্শক আমিনুল বলেন, ‘সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরই তারা মন্দিরের ভেতরে সাধারণ মানুষের চলাচলে বিধি-নিষেধ আরোপ করেন। কিন্তু তার আগেই হয়তো ইসকনের সদস্যদের কেউ ভাইরাস সংক্রমিত হয়ে থাকতে পারেন।’