সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
কারোনাভাইরাস আতঙ্ক এখন গোটা বিশ্বে। এই ভাইরাসের সংক্রমণ রোধে বিশ্বব্যাপী চলছে লকডাউন। ফলে ঘরবন্দী থাকতে হচ্ছে মানুষকে। গত এক মাসেরও বেশি সময় ধরে অন্য সবার মতো স্বেচ্ছায় ঘরবন্দী আছেন চিত্রনায়িকা মৌসুমীও।
বাসায় থেকে সবাইকে করোনা বিষয়ে সচেতন করে যাচ্ছেন তিনি। তবে ক’দিন ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর মন খারাপ। কারণ তার মা ভীষণ অসুস্থ।
মৌসুমী বলেন, ‘আজ ক’দিন ধরে মা খুব অসুস্থ। মা আমেরিকার আটলান্টাতে আছেন। ওখানে আমার ভাই ও বোন আছে। মায়ের দেখাশোনা তারাই করছেন।
লকডাউনের কারণে মায়ের কাছে যেতে পারছি না। নিরুপায় হয়ে বসে আছি। যেতেও পারছি না, কিছু করতেও পারছি না। সবাই আম্মার জন্য দোয়া করবেন।
এদিকে, করোনা পরিস্থিতি নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘একমাস হলো আমরা ঘরে বন্দী। একটি ভাইরাসের কাছে আমরা কত অসহায়। করোনা এতটা ভয়ংকর হয়ে আসবে বুঝিনি।
এই কঠিন সময়ে নিম্ন আয়ের মানুষেরা সব থেকে বেশি বিপাকে পড়েছেন। আয় নেই, ঘরে খাবারও নেই। তাই সবাইকে আহ্বান করব, আপনাদের সামর্থ্য অনুযায়ী এসব মানুষের পাশে দাঁড়ান।
মৌসুমী আরও বলেন, ‘ভয়ংকর এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে। আপাতত, ঘর থেকে বের না হওয়াই মঙ্গল। এর বিকল্প পথও নেই আমাদের কাছে।
কারণ এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো ওষুধ তৈরি হয়নি। তাই সবাইকে অনুরোধ করব, ঘরে থাকার জন্য। নিজের ও পরিবারের কথা ভেবে ঘরে থাকুন। সরকারের নির্দেশনা মতো চলুন। আশা করি, খুব শিগগিরই এই দূর্যোগ কেটে যাবে।
লকডাউনের দিনগুলো কীভাবে কাটছে- জানতে চাইলে মৌসুমী বলেন, ‘ঘরের কাজ নিয়ে এখন ব্যস্ত থাকা হয়। পাশাপাশি বাগানেও এখন অনেক সময় দিচ্ছি। সব মিলিয়ে দিনগুলো কেটে যাচ্ছে।