ত্রাণ দিয়ে ধর্মান্তরিত হওয়ার আহবান, অবশেষে ক্ষমা চাইলেন সেই সংগঠক

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

ত্রাণ দিয়ে ধর্মান্তরিত হওয়ার আহবান, অবশেষে ক্ষমা চাইলেন সেই সংগঠক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের ত্রাণ সহায়তা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণের আহবান জানানো সেই স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ক্ষমা চেয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সোমবার (২৭ এপ্রিল) রাতেই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি মো.আব্দুছ ছালেক। এসময় উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম, মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.আশরাফুজ্জামান প্রমুখসহ অনেকে।

 

জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায় বলেন, রাতেই বিষয়টি নিষ্পত্তির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবানে তার কার্যালয়ে সবাই উপস্থিত হয়েছিলাম।

 

অভিযুক্ত যুবক প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং অনুশোচনা প্রকাশ করেছেন। তার বক্তব্যে উপস্থিত সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, বিশ্বের দুঃসময়ে যেখানে সর্বধর্মের স¤প্রীতি বজায় করে আমরা চলছি সেখানে এরকম ঘটনা নিন্দনীয়। আর যাতে এ ধরণের কোন ঘটনা সেই সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সহপাঠির প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।

 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, বিষয়টি রাতেই উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাকে বৈঠক হয়েছে। বৈঠকে সুমন মিয়া ক্ষমা চেয়েছেন। তিনি আও বলেন, দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণেরকালে এই ধরণের বক্তব্য কাম্য নয়।

 

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সঙ্কটে পড়া শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ১০০ পরিবারের মধ্যে গত ২২ এপ্রিল ত্রাণ বিতরণ করে ‘বাংলা এইড’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেদিন এলাকার ৮০টি মুসলিম ও ২০টি হিন্দু পরিবারের মধ্যে ত্রাণ বিতরণের কথা জানান বাংলা এইডের সদস্যরা।

 

বাংলা এইডের ফেসবুক পেজে দেওয়া ত্রাণ বিতরণের একটি লাইভ ভিডিওতে দেখা যায়, ত্রাণ বিতরণ করে বাংলা এইডের এক স্বেচ্ছাসেবী বলছেন, ভারতে হিন্দুরা মুসলমানদের নির্যাতন করলেও এখানে আমরা হিন্দুদেরও ত্রাণ দিয়েছি। এখন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে আমরা স্বাগত জানাই।

 

এরপর ওই স্বেচ্ছাসেবী যুবক কথা বলেন ত্রাণ গ্রহীতা এক হিন্দু নারীর সাথে। আলাপচারিতার এক পর্যায়ে তিনি ওই নারীকে বলেন, ‘যদি আপনার কাছে ইসলাম ধর্ম রাইট লাগে তবে আপনারা ইসলাম ধর্মে আসেন। আমরা না করবো না।

 

বাংলা এইডের ফেসবুক এই লাইভ ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিম্নআয়ের অবহেলিত মানুষকে ত্রাণ দিয়ে এমন ধর্ম প্রচারের সমালোচনা করেন।

 

এ ব্যাপারে জানতে চাইলে বাংলা এইডের সংগঠক সুমন মিয়া বলেন, আমাদের উদ্দেশ্য গরীব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা। আমি ধর্মীয় বিষয় নিয়ে কথা বলিনি। আমি সরাসরি তাদেরকে ইসলাম ধর্মে আসতে বলিনি। আর আমি যদি বলে থাকি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি।

Spread the love