সিলেট ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
লন্ডনবাংলা ডেস্কঃঃ
আগামীকাল বুধবার থেকে রাজধানী এবং সিলেটসহ সারাদেশে তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলছে আবহাওয়া অফিস। এতে দিনের তাপমাত্রা আরও কমবে। শীতের প্রকোপ আরও বাড়বে।সম্প্রতি শীতের তীব্রতা কখনও কম আবার কখনও বেশি হওয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে শৈত্য প্রবাহও বইছে। এই হিম শীতল পরিবেশকে আরও তীব্র করতে আসছে বৃষ্টি।
আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বুধবার সিলেটসহ সারাদেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা আরও কমবে। শীতের প্রকোপ আরও বাড়বে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে শীতের তীব্রতা বাড়তে পারে। দিনের তাপমাত্রা কমতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আরও তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।