সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
প্রতিনিধি/জুড়ীঃঃ
করোনা ভাইরাসের কারনে সারা দেশের ন্যায় কর্মহীন হয়ে পড়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার অসংখ্য মানুষ। নিন্মবৃত্ত মানুষের মত অসহায়ত্বে ভোগছেন মধ্যবিত্ত মানুষেরা। এ অবস্থায় সরকারের পাশাপাশি উপজেলার বিভিন্ন ব্যক্তি, সংগঠন, প্রবাসীরা নগদ অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন।
আমেরিকায় বসবাসরত জুড়ীর কিছু মানবিক মানুষের সমন্বয়ে গঠিত “জুড়ী সামাজিক ও সাংস্কৃতিক সমিতি অব ইউএসএ ইনক” এর পক্ষ থেকে নগদ ৩ লক্ষ ৩৪ হাজার টাকা উপজেলার ৩শত ৩৪টি পরিবারে এক হাজার টাকা করে বিতরন করা হয়েছে। এদিকে ফ্রান্স প্রবাসী ওবায়দুল ইসলাম রুহেল এর উদ্দ্যোগে ৯শত পরিবারের মাঝে সবজি বিতরন করা হয়েছে।