কমলগঞ্জে সাংবাদিক সমিতির উদ্যোগে ৬০ পরিবারকে খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মে ৪, ২০২০

কমলগঞ্জ প্রতিনিধি::
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনায় সকল কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নি¤œমধ্যবিত্ত ও হতদরিদ্র লোকজন। তাদের এই দু:সময়ে সরকারী, বেসরকারী, স্থানীয় জনপ্রতিনিধিদের মতো বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের ত্রাণ তহবিল থেকে ৬০টি পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সোমবার(৪ মে) দুপুরে সমিতির শমশেরনগরস্থ কার্যালয় থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাধারণ সম্পাদক কামরুল হাসান মারুফ, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীর রঞ্জন দেবনাথ, আলমগীর হোসেন প্রমুখ।

 

বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে ৫ কেজি চাল, এক কেজি আলু, আধা লিটার সোয়াবিন, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি চানা, আধা কেজি চিনি, এক প্যাকেট সেমাই, আধা কেজি মুড়ি। উপজেলার নি¤œমধ্যবিত্ত ও অসহায় ৬০ টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, আমাদের গঠিত ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তিদের সহায়তা নিয়ে ৬০টি পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930