সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
মোবাইল কোর্টের মাধ্যমে র্যাব-৯ হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ৩ জন ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করে পুনরায় হোম কোয়ারেন্টাইনে পাঠায় র্যাব।
জানাযায়, গতকাল ৫ মে মঙ্গলবার বিকাল ৪টা ১০ মিনিট থেকে ৬টা ১০ পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর অপারেশন কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃতে মৌলভীবাজার- শ্রীমঙ্গল এর নির্বাহী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রাহমান মামুদ এর সমন্বয়ে শ্রীমঙ্গল থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ৩ জন ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করে পুনরায় হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।