সিলেট ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেটর কানাইঘাটে ট্রাক্টর উল্টে নিহত হয়েছেন এক চালক। নিহত ট্রাক্টর চালক দবিরুল ইসলাম ডব্লিউ (৩৫) । তিনি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মিরপুর গ্রামের আজহার আলীর পুত্র।পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার সুরইঘাট জিসি রাস্তার কালিজুরী ধনবন এ ঘটনা ঘটে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীদের সূূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) সকাল ৮ টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সুরইঘাট বাজার থেকে মুলাগুল বাজারে যাওয়ার পথে মুলাগুল-সুরইঘাট জিসি রাস্তার কালিজুরী ধনবন খালে যাওয়ার পর ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার দক্ষিণ পার্শ্বে উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ট্রাক্টর চালক দবিরুল ইসলাম।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কাইঘাট থানার এসআই আবু কাওছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।