সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
লন্ডন বাংলা ডেস্ক
মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে সিলেটের এক সাংবাদিক মারা গেছেন। প্রায় দুই মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিয়েও তিনি সুস্থ হতে পারেননি।
সিলেটের বিশ্বনাথের স্বপন কুমার দাস নামের এই সাংবাদিক শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান।স্বপন কুমার দাস সিলেট বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্বপন কুমার দাসের ছোট ভাই তপন কুমার দাস জানান, করোনায় আক্রান্ত হয়ে প্রায় দুই মাস ধরে নিউইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শুক্রবার তিনি মারা যান।