সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুর::
জগন্নাথপুরে ডুবিতে মাছ ধরা ও মাছ কেনার পাওনা টাকা নিয়ে দুই পক্ষের দুই দফা সংঘর্ষে নারী সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কুবাজপুর গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে রফু মিয়া, ফিরোজ মিয়া, রিপন মিয়া, জুলু মিয়া, আবুল হোসেন, আমিনুর রহমান, হামিদুর রহমান, নাজমুল ইসলাম, সমসন বিবি, আক্তার মিয়া, সুহেল মিয়া, মোজাম্মেল হোসেন ও আমিনা বেগম সহ উভয় পক্ষে কমপক্ষে ২০ আহত হন। অন্য আহতদের নাম জানা যায়নি।
জানাযায়, গত ৩ দিন আগে ডুবিতে মাছ ধরা ও মাছের পাওনা টাকা নিয়ে কুবাজপুর গ্রামের রফু মিয়া ও ফিরোজ মিয়ার মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে ৩ জন আহত হন। এরই জের ধরে মঙ্গলবার দ্বিতীয় দফা সংঘর্ষের ঘটনায় অন্যরা আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে পরিস্থিতি শান্ত আছে।