সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের জন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে ইউরোপের ইনক্লুসিভ ভ্যাকসিন অয়ালায়েন্স (আইভিএ)। ভ্যাকসিন পেতে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের গঠিত জোটের নামই আইভিএ। প্রাথমিকভাবে ৪০০ মিলিয়ন ডোজ সরবারাহের চুক্তি করা হয়েছে।
গতকাল শনিবার এ চুক্তি সম্পাদিত হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। চুক্তি অনুযায়ী, এ টিকা ইউরোপে সরবরাহের কাজে সহায়তা দেবে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। ২০২০ সালের শেষ নাগাদ ভ্যাকসিন সরবারাহ শুরু হবে।
এর আগে করোনা মহামারির এই সময়ে কোনো ধরনের মুনাফা ছাড়াই অক্সফোর্ডের এ টিকা সরবরাহের অঙ্গীকার করে অ্যাস্ট্রাজেনেকা।
শনিবার জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আস্ট্রাজেনেকা-র সম্ভাবনাময় এ টিকা বর্তমানে পরীক্ষামূলক ধাপে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবকটি দেশ এই টিকা কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। টিকার ডোজ প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যা অনুযায়ী দেশগুলোতে এটি বিতরণ করা হবে।