অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে যে ৪ ইউরোপীয় দেশের চুক্তি

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

অক্সফোর্ডের ভ্যাকসিন পেতে যে ৪ ইউরোপীয় দেশের চুক্তি

আন্তর্জাতিক ডেস্কঃঃ

 

অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের জন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে ইউরোপের ইনক্লুসিভ ভ্যাকসিন অয়ালায়েন্স (আইভিএ)। ভ্যাকসিন পেতে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডসের গঠিত জোটের নামই আইভিএ। প্রাথমিকভাবে ৪০০ মিলিয়ন ডোজ সরবারাহের চুক্তি করা হয়েছে।

গতকাল শনিবার এ চুক্তি সম্পাদিত হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। চুক্তি অনুযায়ী, এ টিকা ইউরোপে সরবরাহের কাজে সহায়তা দেবে জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। ২০২০ সালের শেষ নাগাদ ভ্যাকসিন সরবারাহ শুরু হবে।

এর আগে করোনা মহামারির এই সময়ে কোনো ধরনের মুনাফা ছাড়াই অক্সফোর্ডের এ টিকা সরবরাহের অঙ্গীকার করে অ্যাস্ট্রাজেনেকা।

 

শনিবার জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আস্ট্রাজেনেকা-র সম্ভাবনাময় এ টিকা বর্তমানে পরীক্ষামূলক ধাপে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবকটি দেশ এই টিকা কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবে। টিকার ডোজ প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যা অনুযায়ী দেশগুলোতে এটি বিতরণ করা হবে।

Spread the love