সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্টির ৭০ সুফলভোগী পরিবারের মাঝে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ করা হয়। রবিবার (১৪ জুন) বিকালে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হেদায়েত আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী প্রমুখ।
সমতল ভূমিতে বসবাসরাত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে জনপ্রতি ১টি বকনা গরু ও ১২৫ কেজি দানাদার খাদ্যসহ ৭০ জনের মাঝে বিতরণ করা হয়।