সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেক ফাউেন্ডশনের উদ্যোগে গতকাল ১২জুন শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় রয়েল লন্ডন হাসপাতালে ডাক্তারদের রাতের খাবার প্রদান করা হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে জয়নাল আহমেদ খান এবং জামাল আহমেদ খান এনএইচএস কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন সাথে সাথে সকল ডাক্তারদের রাতের খাবার তুলে দেন ডঃ ফারমের হাতে।
করোনা দুর্যোগে এন এইচ এসের পাশে থাকার জন্য নেক ফাউেন্ডশনকে বিশেষ ধন্যবাদ প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ ।উল্লেখ্য নেক ফাউেন্ডশন বীর মুক্তিযোদ্ধা শহীদ নুরুল হক খানের পরিবারের সদস্যদের পরিচালনায় একটি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান। এই করোনা দুর্যোগকালে দেশে এবং বিদেশে ব্যপক স্বেচ্ছাসেবক কার্যক্রম পরিচালনা করেন নেক ফাউেন্ডশনের।