সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি /ওসমানীনগরঃ
সিলেটের ওসমানীনগরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিতল গ্রামের আওয়ামীলীগ নেতা মখদ্দুছ আলীর বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। ডাকাতদের হামলায় পরিবারের ২ সদস্য আহত হয়েছেন।আহতরা হলেন,চেয়ারম্যানের স্ত্রী সাহানা বেগম ও চাচাতো ভাই বাড়ির কেয়ারটেকার আব্দুল আহাদ। আহতদের মধ্যে আব্দুল আহাদ আশংঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। চেয়ারম্যানের স্ত্রী সাহানা বেগম স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে রাতেই ওসমানীনগর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের উর্ধ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতির ঘটনার বিভিন্ন আলামত জব্দ করেছেন।
সাবেক চেয়ারম্যান মখদ্দুছ আলীর ভাগ্নে মাছুম আহমদ জানান,মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে সাত সদস্যের সংঘবদ্ধ ডাকাত দল কলাপসিপল গেইটের তালা কেটে বসতঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় পরিবারের ঘুমন্ত লোকজন জেগে উঠে ডাকাতদের বাঁধা দিতে চাইলে ডাকাতরা তাদের হাতে থাকা দাঁড়ালো অস্ত্রও দিয়ে দুইজনকে মারাত্বক আহত করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে দেয়। ডাকাতরা ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা ৭ টি মোবাইলফোনসহ আরও মূলবান সামগ্রী নিয়ে চলে যায়। তবে সাত ডাকাতদের মধ্যে ৪ জন মুখোশধারী ছিল বলে জানান তিনি।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে থানা পুলিশ বিভিন্ন টিমে ভাগ হয়ে অভিযান চালিয়ে যাচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের বিষয়ে আশাবাদি তিনি।
এলবিএন/জ-২৯/এফ-৭০/০৮