সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি/গোয়াইনঘাটঃ
সিলেটের গোয়াইনঘাট থেকে চুরি হওয়া গাড়িসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেটের জালালাবাদ থানা এলাকার কুড়িরগাঁও সেতুর পাশ থেকে ২ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চুরিকৃত গাড়িটিও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের জালালাবাদ থানা এলাকার পাগইল পূর্বপাড়া গ্রামের ইসমাইল আলীর পুত্র রাসেল আহমদ ও উমাইরগাঁও পূর্বপাড়া গ্রামের বশর মিয়ার পুত্র আল নোমান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর দিবাগত রাত ৯টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের আতাউর রহমানের পুত্র আব্দুল মতিন তার যান্ত্রিক ত্রুটিতে আটকা মাহেন্দ্র পিকআপটি তোয়াকুল বাজারে রেখে যান। পরদিন সকালে এসে গাড়িটি ঘটনাস্থলে না পেলে তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও গাড়ির কোন হদিস না পেয়ে তিনি বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৪/২০২০ইং। পরবর্তীতে পুলিশের তদন্তপূর্বক সালুটিকর পুলিশ ফাঁড়ীর এস.আই খালেদ আহমদ সঙ্গী ফোর্স নিয়ে সিলেটস্থ জালালাবাদ থানা এলাকা অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাই গাড়িসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, চোরাইকৃত গাড়ি উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ধৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এলবিএন/২৯-জ/এস/৭০-১৬