সিলেট ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের ছাতকে অস্ত্রসহ আব্দুল মান্নান (১৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুল মান্নান দোয়ারা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামের ফকু মিয়ার পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর মেজর শওকত মোনায়েম ও এএসপি নাহিদ হাসান অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবারসহ আব্দুল মান্নানকে আটক করে। বুধবার সকালে তাকে ছাতক থানায় সোপর্দ করে র্যাব। ছাতক থানার অফিসার্স ইনচার্জ মোস্তফা কামাল এর সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে র্যাব বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।##
এলবিএন/২৯-জ/সু-এস/৭০-২৩