সিলেট ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
প্রতিনিধি/ সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের ছাতকে সংঘর্ষে ঘটনায় গুরুতর আহত পাবেল মিয়া(২০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার্ধীন অবস্থার পাবেল মিয়ার মৃত্যু হয়। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ছোট মায়েরকুল গ্রামের ফারুক আলীর পুত্র।
জানা গেছে, বুধবার বিকেলে খাস ভুমি দখলকে কেন্দ্র করে ছোট মায়েরকুল গ্রামের বাসিন্দা আব্দুল কদ্দুছ ও জসিম উদ্দিন পক্ষদ্বয়ের সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৩০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত পাবেল মিয়া(২০), জমসিদ আলী(৫৫), হেলাল আহমদ(২৯), ময়না মিয়া(৩৫), মিলন আহমদ(৩০), আলেয়া বেগম(৬০) ও নেছা বেগম(৪০) ৪ জনকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
বৃহস্পতিবার ভোরে চিকিৎসার্ধীন অবস্থান পাবেল মিয়ার মৃত্যু ঘটে। এদিকে মৃত্যু সংবাদ গ্রামে পৌছলে গোটা গ্রামে ছড়িয়ে পড়ে পুলিশ আতংক। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার সন্দেহে বৃহস্পতিবার সকালে ছোট মায়েরকুল গ্রামের মন্তাজ আলীর পুত্র জাকির হোসেন(২৮), আব্দুন নূরের পুত্র আলী নূর(১৭) ও আব্দুল কাদিরের পুত্র হাবিব মিয়া(২০) কে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
বৃহম্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি মোস্তফা কামাল।