সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
প্রতিনিধি/ সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের ছাতকে দু’ ব্যবসায়ীর উপর হামলা করে নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। হামলায় আহত উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরজ্ঞাতি-নোয়াগাঁও গ্রামের উস্থার আলীর পুত্র ব্যবসায়ী আব্দুল আহাদ(২৭) ও একই গ্রামের মহিজুর রহমানের পুত্র ব্যবসায়ী ফয়জুল হক(২৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় মানিকগঞ্জ বাজারের বিকাশ ও ফেক্সিলোড ব্যবসায়ী আব্দুল আহাদ এবং ষ্টেশনারী ব্যবসায়ী ফয়জুল হক প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে তারা। গ্রাম সংলগ্ন বেরীবাঁধ এলাকায় ৫-৬জনের একটি ছিনতাইকারী দল ব্যবসায়ীদের গতিরোধ করে দা দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করে। এ সময় সাদে সাথে থাকা নগদ দু’লক্ষ টাকা, কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।