সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
লন্ডনবাংলা ডেস্কঃ
২০ বছরের দীর্ঘ গবেষণায় অবশেষে অস্ট্রেলিয়ার একজন কৃষক বিচিবিহীন লিচুর জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন । অস্ট্রেলিয়ান কৃষক টিবি ডিকসন ২০ বছর পূর্বে চীন থেকে একটি লিচুর গাছ নিয়ে এসে শুরু করেছিলেন তার গবেষণা। এ প্রকল্পে ব্যয় হয়েছে তাঁর প্রায় ৫ হাজার ডলার।
কয়েক দশক ধরে তিনি একাধিক জাতের লিচুর জাত উদ্ভাবন করেন। তার সবশেষ উদ্ভাবন হলো- বিচিবিহীন লিচু। যাকে তিনি ‘খুব সুস্বাদু’ বলছেন। এর স্বাদ অনেকটা আনারসের মতো।
৪০ বছরের বেশি বয়সী এই কৃষক জানিয়েছেন, বিচিবিহীন এই জাত উদ্ভাবনে সফল না হওয়া পর্যন্ত তিনি চেষ্টা চালিয়ে যেতে থাকেন। তিনি আরোও জানান,দীর্ঘ প্রচেষ্টায় লিচুর এই নতুন প্রজাতির উদ্ভাবন করা হয়েছে। চীন থেকে আমদানি করা ওই ছোট গাছ থেকে হয় ক্রস পরাগায়নের মাধ্যমে এটি করা হয়। যাতে লিচুর পুরুষ ফুলের পরাগ সংগ্রহ করা হয় এবং তা নারী ফুলের অংশের মধ্যে স্থানান্তর করা হয়।
এলবিএন/৩০-জ/এস/৭০-০৪
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |