পানির নিচে হাঙরকে জড়িয়ে ধরে ডুবুরির নাচ, ভিডিও ভাইরাল (ভিডিও)সহ

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

পানির নিচে হাঙরকে জড়িয়ে ধরে ডুবুরির নাচ, ভিডিও ভাইরাল (ভিডিও)সহ

হাঙরের নাম শুনলেই যেখানে মানুষের  মধ্যে ভয়ের সৃষ্টি হয় সেখানে  পানির নিচে হাঙরকে জড়িয়ে ধরে নাচের দৃশ্য ভাইরাল হয়েছে স্কুবা ডাইভারের। পানির তলায় হাঙরের সঙ্গে ডাইভারের নাচ দেখে বিশ্বের নেটিজেনদের চোখ কপালে ওঠার জোগাড়। এই নাচ দেখে বিস্মিত।তবে এমন ঘটনা কোনো  কোনো সমু্দ্রের তলায় ঘটেনি। ঘটেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। সেখানকার প্ল্যানেট নেপচুন ওসিয়ানেরিয়ামের অ্যাকোয়ারিয়ামের ভেতর হাঙরের সঙ্গে নেচেছেন ওই ডাইভার।হাঙরকে জড়িয়ে ধরে ডুবুরির নাচের ১৩ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পানির তলায় নেমেছেন এক স্কুবা ডাইভার। সেখানে ঘুরে বেড়াচ্ছে প্রচুর মাছ। তারই মধ্যে একটি হাঙরকে জড়িয়ে ধরে নাচছেন তিনি।স্কুবা ডাইভারের এক হাত হাঙরের পিঠে। অপর হাতে ধরে আছেন হাঙরের একটি পাখনা। সেই ভাবেই পানির তলায় চলছে নাচ।

Spread the love