আবারও করোনা পজিটিভ মাশরাফি

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

আবারও করোনা পজিটিভ মাশরাফি

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি মোর্ত্তজা করোনাভাইরাসে আক্রান্ত হন গত মাসের ২০ তারিখ। মাঝে বাসায় চিকিৎসা ও সিমএমইচে রুটিন চেকাপের পর গত মঙ্গলবার করোনা টেস্ট করলে আবারও পজিটিভ আসে। দ্বিতীয়বারের পরীক্ষায় পজিটিভ আসলেও সুস্থ আছেন সাবেক এই অধিনায়ক।

 

জানা গেছে গত মঙ্গলবার টেস্ট করা হয়, পরদিন বুধবার ফলাফল পজিটিভ আসে। মাশরাফি বাসায়ই আছেন এবং তিনি সুস্থ আছেন।

 

এর আগে গুজব ছড়ানো হয়েছিল মাশরাফি করোনা নেগেটিভ! কিছু অনলাইন পোর্টালের সংবাদের ভিত্তিতে গত রোববার (২৮ জুন) দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মাশরাফির করোনা নেগেটিভ বলে গুজব ছড়াতে থাকে। আসলে মাশরাফি তখন  করোনা টেস্টই করাননি। গুজব থামাতে মাশরাফি নিজেই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি জানান, করোনা নেগেটিভের সংবাদটি সত্য নয়।

 

ওইদিন মাশরাফি ফেসবুকে লিখেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছে আছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবিএম আবদুল্লাহ নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। মাঝে একবার সিএমইচে গিয়েছিলেন নিয়মিত চেকাপের জন্য। চেকাপ করিয়েই আবার বাসায় ফেরেন।

 

করোনায় আক্রান্ত হন মাশরাফির ভাই মোরসালিন মোর্ত্তজাও। গত মঙ্গলবার তার করোনা পজিটিভের রিপোর্ট আসে। এর আগে গত শনিবার মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার পর তার দুই সন্তান সাহেল ও হুমায়রাকে নড়াইলে মা-বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়। ওখানে তাদের করোনা টেস্ট করালে সবারই নেগেটিভ আসে।

Spread the love

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30