নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির লোকজনকে ইনকের খাদ্য সহায়তা

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির লোকজনকে ইনকের খাদ্য সহায়তা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটি ইনক করোনা মহামারী কবলিতদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রি বিতরণ করেছে। সিটি কাউন্সিলম্যান কোস্টা কনস্টান্টিনাইডসের সৌজন্যে গত ১০ জুলাই শুক্রবার বিকেলে ব্রঙ্কসের স্টরলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলে এসব সামগ্রী বিতরণ করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেই খাদ্য সামগ্রি বক্স গ্রহণ করেন বাংলাদেশ কমিউনিটির লোকজন।

 

খাদ্য বিতরণ কর্মসূচিতে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য আবুল কাশেম চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মো. শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটির আবন্ন নির্বাচনে স্কুল ও শিক্ষা সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ এস মিয়া (সামাদ) প্রমুখ।পরে করোনা মহামারী ক্ষতিগ্রস্ত বাংলাদেশ কমিউনিটির লোকজনের মাঝে খাদ্য সামগ্রির প্যাকেট বিতরণ করা হয়।

 

খাদ্য বিতরণ কর্মসূচিতে এ সময় বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, নিউইয়র্কে মধ্য মার্চ থেকেই করোনা মহামারী কবলিতদের মাঝে নানাভাবে সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সোসাইটি। করোনায় মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ দাফনের জন্যে সোসাইটির কেনা শতাধিক কবরের জায়গা দেয়া হয়েছে বিনামূল্যে। ফিউনারেল খরচও দেয়া হয়েছে অনেককে।

 

তারা জানান, কার্যকরী কমিটির পুরো টিম করোনায় বিপর্যস্ত বাংলাদেশিদের জন্যে কাজ করে যাচ্ছে। এজন্যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।এর আগে গত ১০ জুলাই মঙ্গলবার বিকেলেও নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ সোসাইটি ইনক করোনা মহামারী কবলিতদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রি বিতরণ করেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31