সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
স্টাফ রিপোর্টরঃঃ
মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে স্বাগত জানিয়ে সিলেটে ‘বর্ণমালা র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত নাট্য পরিষদ আয়োজনে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দিকে সিলেট জেলা পরিষদের সামনে থেকে র্যালিটি বের হয়। র্যালিটি সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বাংলা বর্ণ হাতে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক সিলেট এম কাজী এমদাদুল ইসলাম, উচীচী’র সভাপতি ব্যারিস্টার আরশ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন, সাবেক সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ সামাজিক। এছাড়াও সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
পরে শহীদ মিনারে ভাষার মাসকে স্বাগত জানিয়ে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এতে নান রঙে সাজানো বর্ণমালা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এদিকে, সকালে ভাষার মাসকে স্বাগত জানিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করে ‘মুক্তিযুদ্ধ অনুশীলন কেন্দ্র’।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |