সিলেট ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
প্রতিনিধি/বিশ্বনাথ::
সিলেটের বিশ্বনাথে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান, অলক দাশ, ইমরুল কবিরের নেতৃত্বে এক দল পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বিদায়সুলপানী গ্রামের রুপা আলী ওরফে রুপক মিয়ার পুত্র আক্তার আলী (২৯) ও রামপাশা ইউনিয়নের পুরাণগাঁও গ্রামের মৃত আসলাম মিয়ার পুত্র আজাদ মিয়া (২৫)।
আজাদকে বিশ্বনাথ বাজার থেকে ও আক্তারকে তার নিজ বাড়ির সড়ক থেকে গ্রেফতার করে পুলিশ।
থানা পুলিশের এসআই আফতাবউজ্জামান রিগ্যান বাদী হয়ে গ্রেফতারকৃত আক্তার ও আজাদকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত আক্তার এক সময় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।
৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এ দুজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।