সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ঈদুল ফিতরের নামাজ সেভাবে ঈদগাহে পড়া হয়নি। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় রাজধানী জাকার্তায় অন্তত ৬৪টি মসজিদে ঈদের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়া সরকার।
জাকার্তার মেয়র হারইয়াদি সুয়ুটি এ তথ্য নিশ্চিত করে বলেছেন, অন্তত ৬৪টি মসজিদে ঈদের নামাজ আদায় করা যাবে। শহরের ডিপোনেগোরো মসজিদেও ঈদের নামাজ আদায় করা যাবে। তবে সেক্ষেত্রে স্বল্প সংখ্যক মুসল্লী বিধি মেনে উপস্থিত হতে হবে।সরকারিভাবে জানানো হয়েছে, প্রতি মসজিদে সর্বোচ্চ ২০০ মুসল্লী ঈদের নামাজ আদায় করতে পারবেন।