জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু ঢালাই কাজের উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু ঢালাই কাজের উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী

 

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ কুশিয়ারা নদীর উপর শতকোটি টাকা ব্যয়ে রাণীগঞ্জ সেতুর ঢালাই কাজের উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ১ ফেব্রুয়ারি শনিবার চলমান রাণীগঞ্জ সেতুতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ঢালাই কাজ উদ্বোধন করেন।

 

এ সময় মন্ত্রীর সচিব হুমায়ূন কবির, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর কাউন্সিলর আবাব মিয়া, রাণীগঞ্জ ইউপি আ.লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আজমল হোসেন মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love