‘ট্রিপল’ সেঞ্চুরি তামিমের

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

 ‘ট্রিপল’ সেঞ্চুরি তামিমের
২১৫ Views

ক্রিড়া প্রতিবেদকঃ

তামিম ইকবালের সেঞ্চুরি। সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের মার্চে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে টেস্ট খেলার পর জিম্বাবুয়ে ও ভারতের বিপক্ষে খেলেননি। সাদা পোশাকে সর্বশেষ চারদিনের ম্যাচ খেলেন গত অক্টোবরে, জাতীয় ক্রিকেটে। লম্বা বিরতিতে থাকলেও খেলেছেন বঙ্গবন্ধু বিপিএল। টি-২০ টুর্নামেন্টটিতে দারুণ খেলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি তামিম ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটেও। খেলেছেন পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে। রানও করেছেন। ফর্মের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন বিসিএলে।

 

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল শনিবার ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ছন্দোময় ব্যাটিং করে তুলে নিয়েছেন ৯০ প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। দ্বিতীয় দিন শেষে অপরাজিত ছিলেন ২২২ রানে। আজ প্রত্যাশাটা পূরণ করলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পেলেন তামিম।

 

গতকাল ২৮১ বলে ২২২ রান নিয়ে কাল মাঠ ছেড়েছিলেন তামিম। আজ রবিবার তৃতীয় দিনে তাড়াহুড়ো না করে খেলেছেন বলের মেধা যাচাই করে। লাঞ্চের পর ৪০৭ বল খেলে ট্রিপল সেঞ্চুরি তুলে নেন তামিম। ব্যক্তিগত ২৯৮ রানে থাকতে শুভাগত হোমকে মেডেন দেন তামিম। এরপর মুস্তাফিজুর রহমানের ওভারে সিঙ্গেল নিয়ে পৌঁছে যান ২৯৯ রানে। শুভাগতর করা ১৩৫তম ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে ট্রিপল সেঞ্চুরির দেখা পান তামিম।

 

পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে টেস্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। টেস্ট খেলতে টাইগাররা ঢাকা ছাড়বে ৪ ফেব্রুয়ারি। এর আগে ট্রিপল সেঞ্চুরি করে পাকিস্তানের মাটিতে টেস্টের প্রস্তুতিও দারুণভাবে সেরে নিচ্ছেন তামিম ইকবাল।

Spread the love

Follow us

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930