বার্সার ড্রয়ারে মেসির বিদায়ের মানপত্র!

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

বার্সার ড্রয়ারে মেসির বিদায়ের মানপত্র!

ক্রীড়া প্রতিবেদকঃঃ

 

লা লিগায় ব্যর্থ হওয়ার পর চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের কাছে ৮ গোল হজমের পর একেবারেই বিধ্বস্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি হতাশ অধিনায়ক লিওনেল মেসি।নতুন কোচ রোনাল্ড কোম্যান তাকে বার্সা ছাড়ার পরিকল্পনা মাথা থেকে মুছে ফেলতে বললেও মেসি সাফ জানিয়ে দিয়েছেন, বার্সায় তার ভবিষ্যৎ অনিশ্চিত।এদিকে কোম্যানের ভাষ্য– মেসি এই সময়ের বিশ্বসেরা খেলোয়াড়। দলের এমন দুঃসময়ে তাকে হাতছাড়া করা মোটেই উচিত হবে না বার্সার।

 

তবে ক্লাবটির প্রেসিডেন্ট মারিয়া বার্তোমেউয়ের মত কোম্যানের অনেকটাই উল্টো।তিনি চান, বুড়োদের ছেঁটে ফেলে নতুন দল তৈরি করতে, যেখানে মেসিকেও রাখছেন।এমন পরিস্থিতিতে যতই দিন গড়াচ্ছে বার্তোমেউ-মেসির মধ্যকার সম্পর্কের আরও অবনতি হয়েছে। ক্লাবের একাধিক পরিচালকও নাকি চান, মেসি চলে যাক।এসব তথ্য উঠে আসছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে।

কিন্তু কোচ কোম্যানের কথাও ফেলতে পারছে না ক্লাব কর্তৃপক্ষ।যে কারণে বার্সা ছাড়া না ছাড়ার সিদ্ধান্তের বল পুরোপুরি এখন মেসির পায়েই ঠেলে দিয়েছেন প্রেসিডেন্ট মারিয়া বার্তোমেউ।এদিকে বার্তোমেউয়ের পক্ষ নিয়ে বেশ কয়েকটি কাতালান প্রচারমাধ্যম শিরোনাম করেছে যে, বার্সেলোনার সাম্প্রতিক ব্যর্থতার জন্য মেসির আচরণগত সমস্যাই দায়ী। এমন সব খবরে ব্যথিত হয়েই নাকি মেসি বার্সা ছাড়ার দিকেই এগিয়ে যাচ্ছেন।আর সে বিষয় আঁচ করতে পেরে নাকি মেসির জন্য বিদায়ী মানপত্রের খসড়া তৈরি করেই রেখেছে বার্সা, যা প্রেসিডেন্ট বার্তোমেউয়ের ড্রয়ের সংরক্ষিত আছে এখন।

 

Spread the love

আর্কাইভ

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31