সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
জেলা প্রতিনিধি/ হবিগঞ্জঃঃ
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মামুন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।নিহত মামুন মিয়া বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের করচা গ্রামের আব্দুল মতিনের ছেলে।এ এবং ঘটনায় আব্দুল কাইয়ুম নামের আরো একজন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাে গেছে, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার করচা গ্রামের মামুন মিয়ার সাথে একই গ্রামের কদর আলীর ছেলে ইকবাল মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে মামলাও চলে আসছে। এর জের ধরে রোববার রাত সাড়ে ৭টার দিকে নিহত মামুনসহ কয়েকজন লোক স্থানীয় ইমামবাড়ি বাজার থেকে বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্তরা তাদেরকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎক মামুন মিয়াকে মৃত ঘোষনা করেন। আহত আব্দুল কাইয়ুমকে গুরুতর আহত অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম হাসপাতালে ছুটে যান। এ সময় তিনি ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।