সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল কলারাই বাজারস্থ স্কাই টাওয়ারের সম্মুখে থেকে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৭। গতকাল রবিবার বিকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৭ অভিযান পরিচালনা পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আব্দুল্লা মিয়ার পুত্র মর্তুজা মিয়া (৩২)।
পরে রবিবার রাতে আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৭ লালাবাজার ক্যাম্পের এস আই মাসুদর বাদি হয়ে ওসমানীনগর থানায় মাদক আইনে মর্তুজার বিরুদ্ধে মামালা দায়ের করেন। মামলা নং ১৭।
ওসমানীনগর থানার এস আই সুজিত চক্রবর্তী মামলা দায়েরর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ব্যাটালিয়ান-৭ লালাবাজার ক্যাম্পের অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাঁজাসহ মর্তুজাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর ওসমানীনগর থানায় হস্থান্তর করা হয়েছে।