অস্ট্রেলিয়ায় নিউজ শেয়ার বন্ধের হুমকি ফেসবুকের

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

অস্ট্রেলিয়ায় নিউজ শেয়ার বন্ধের হুমকি ফেসবুকের
Spread the love

৮৬ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

অস্ট্রেলিয়ায় ব্যবহারকারীদের নিউজ শেয়ার বন্ধের হুমকি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক কর্তৃপক্ষ হুমকি দিয়েছে, অস্ট্রেলিয়ার নাগরিকদের স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন খবর ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা বন্ধ হয়ে যাবে।অস্ট্রেলীয় সরকারের একটি আইন প্রণয়নের ঘোষণা দেয়ার পর পাল্টা পদক্ষেপ হিসেবে এই পথ নিতে বাধ্য হতে চলেছে ফেসবুক।

 

ফেসবুকে নিউজ শেয়ারের ওপর এই নিষেধাজ্ঞা কীভাবে বাস্তবায়ন করা হবে তার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক মুখপাত্র। অস্ট্রেলিয়ার কোন আইন প্রণয়নের ঘোষণা পর ফেসবুক কর্তৃপক্ষ এমন ক্ষেপে গেল সে বিষয়ে জানা গেছে, সম্প্রতি দেশটি নিজেদের প্লাটফর্মে রিপোস্ট হওয়া নিউজ কনটেন্টের জন্য ফেসবুক ও গুগলের মতো টেক জায়ান্টগুলোর থেকে অর্থ চেয়ে আইন প্রণয়নের ঘোষণা দিয়েছে।

 

গত মাসে উল্লিখিত এমন আইনের পরিকল্পনা করা হচ্ছে জানানোর পরপরই এর প্রতিবাদ জানিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। এদিকে ফেসবুকের এমন হুমকির পর অস্ট্রেলিয়ার বিষয়ে টেক জায়ান্ট ও রেগুলেটরদের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। কেননা শিগগিরই আইনটির বাস্তবায়ন হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। কারণ সরকারের প্রস্তাবিত এই আইনে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ব্যাপক সমর্থন রয়েছে ।


Spread the love

Follow us

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930