সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
জেলা প্রতিনিধি/হবিগঞ্জ ঃঃ
হবিগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দুই বখাটেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ (৩ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসফিকা হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। এর আগে দুপুরে সদর থানা পুলিশ বাণিজ্য মেলা থেকে দুই বখাটেকে আটক করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের আরজু মিয়ার ছেলে আশিক মিয়া (২৫) এবং একই গ্রামের আব্দুল বারীর ছেলে সাইদুর বারী (২৬)।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, দুপুরে শহরের নিউ ফিল্ড মাঠে চলা মাসব্যাপী বাণিজ্য মেলায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে দুই বখাটে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে আসে। বিকেলে আটককৃতদের সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।