ফেসবুকের নতুন নীতিমালা

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

ফেসবুকের নতুন নীতিমালা
Spread the love

৮৩ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নীতিমালায় বেশকিছু পরিবর্তন নিয়ে এসেছে। নতুন এ নীতিমালা চলতি বছরের অক্টোবর থেকে কার্যকর হবে।

এ নীতিমালার আওতায় আইনি জটিলতা কিংবা পরিচালনায় সমস্যা তৈরি করতে পারে এমন কনটেন্ট সরিয়ে দেবে কিংবা তাতে প্রবেশাধিকার সীমিত করে দেয়া হবে।

ফেসবুক অ্যাপের ব্যবহারকারীরা এ বিষয়ে এখন থেকেই নোটিফিকেশন পাচ্ছেন। সেই নোটিফিকেশনে বলা হয়েছে, ২০২০ সালের ১ অক্টোবর থেকে ফেসবুকের টার্মস অব সার্ভিসের ৩.২ সেকশন আপডেট করা হবে।

এর আওতায় ব্যবহারকারীদের কনটেন্ট, সেবা কিংবা তথ্য সরিয়ে নেয়া হতে পারে কিংবা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হতে পারে যদি ফেসবুক কর্তৃপক্ষ মনে করে যে, এর ফলে আইনি কিংবা পরিচালনাগত ঝামেলা এড়ানোর জন্য তা আবশ্যক। বর্ণবাদী, অশালীন ও উসকানিমূলক কনটেন্টের বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক এ মাস থেকে নতুন লেআউটে ব্যবহারকারীদের সামনে হাজির হচ্ছে।


Spread the love

Follow us

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930