ফেসবুকেই ইনস্টাগ্রাম স্টোরি!

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

ফেসবুকেই ইনস্টাগ্রাম স্টোরি!

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে। পরীক্ষামূলক ফিচারটির মাধ্যমে ইনস্টাগ্রামে স্টোরিজ পোস্ট করলে তা ফেসবুক থেকে দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। ইতোমধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘স্টোরিজ’ ফিচার।

 

‘সব বিদ্যমান গোপনতা সেটিংস ঠিক রেখেই’ পরীক্ষাটি করা হচ্ছে জানিয়ে ফেসবুক মুখপাত্র বলেছেন, ‘আমরা নতুন একটি ফিচার পরীক্ষা করছি, যা মানুষকে ফেসবুক থেকেই ইনস্টাগ্রাম স্টোরি দেখার সুযোগ দেয়। যে অ্যাপই ব্যবহার করুন না কেন- পছন্দের মানুষের মুহূর্তগুলো আরও সহজে দেখার ব্যবস্থা করে দেয়।’

 

‘ফেসবুক থেকে ইনস্টাগ্রাম স্টোরি দেখতে হলে অবশ্যই গ্রাহককে দু’টি অ্যাকাউন্ট লিঙ্ক করে নিতে হবে। এ ফিচার বিদ্যমান সব গোপনতা সেটিংস মেনে চলে, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা চাইলে ফেসবুকে নিজেদের স্টোরি দেখানো বন্ধ রাখতে পারবেন। এটি আপাতত সীমিত একটি পরীক্ষা। আমরা আমাদের কমিউনিটির প্রতিক্রিয়া আমলে নেব।’- যোগ করেছেন ওই মুখপাত্র। শুধু দুটি অ্যাপের স্টোরি নয়- মেসেজিং সেবাকেও একত্রিত করতে কাজ করছে ফেসবুক।

Spread the love