স্পেনের কাতালোনিয়ার স্কুলে যুক্ত হচ্ছে ইসলাম শিক্ষা

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

স্পেনের কাতালোনিয়ার স্কুলে যুক্ত হচ্ছে ইসলাম শিক্ষা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

স্পেনের কাতালোনিয়া প্রদেশের পাবলিক স্কুলে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া হবে। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্পেনের কাতালোনিয়া প্রদেশের শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়। শৈশব থেকেই মানুষের মধ্যে মানবিক গুণাবলি বিকাশ, আন্তধর্মীয় ঐক্য ও সংহতি প্রকাশের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

স্পেনের স্থানীয় গণমাধ্যাম ইএল পেইস-এ বলা হয়, কাতালোনিয়ার শিক্ষা বিভাগের প্রকাশি প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে ইসলাম ধর্ম শিক্ষা প্রাইমারি স্কুলগুলোতে চালু হবে। কাতালোনিয়ার প্রদেশের বার্সেলোনা, বেইক্স লব্রেগ্যাট, জিরোনা ও তারাগোনা নামক অঞ্চলের স্কুলগুলোতে ইসলাম ধর্মপাঠ শুরু হবে।

 

শিক্ষা বিভাগের প্রধান জোসেপ বারগালো বলেন, ‘জনসাধারণের ধর্মীয় বিষয়ে দুটো বিষয় নিশ্চিত করা জরুরি। সামাজিক সংহতি নিশ্চিত করে ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রদান করা।’ প্রকাশিত বলা হয়, কাতালোনিয়া সরকারের বিধান এখানকার মা-বাবাকে এ অধিকারের নিশ্চয়তা দেয় যে, নিজেদের আগ্রহের কারণে তাদের সন্তানরা সাধারণ স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে, যদিও এখানকার শিক্ষা কার্যক্রম ধর্মনিরপেক্ষ।

 

শিক্ষা বিভাগের নতুন পরিকল্পনা মতে, ইসলাম ধর্ম শিক্ষায় মানবিক মূল্যাবোধ ও বৈচিত্রময়তার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হবে। তাছাড়া স্পেনে মুসলিমদের ইতিহাস-ঐতিহ্য বিষয়েও ব্যাপক জানাশোনার সুযোগ থাকবে।

 

স্পেন সরকার ও দেশটির ইসলামিক কমিশনের যৌথ উদ্যোগ ও ক্রমবর্ধমান মুসলিম জনগোষ্ঠীর দাবীর প্রেক্ষিতে প্রাইমারি স্কুলে ইসলাম ধর্মপাঠের সিদ্ধান্ত নেয় কাতালোনিয়ার শিক্ষা বিভাগ। নতুন পরিকল্পনা মতে পাবলিক স্কুলের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মুসলিম শিক্ষার্থীরা নিজেদের ধর্মীয় শিক্ষাগ্রহণ করতে পারবে। ইসলাম ধর্মশিক্ষা পাঠদানের জন্য ইসলামিক কমিশন শিক্ষক নিয়োগ দেবে।

 

স্পেনের ২০ লাখ মুসলিমের মধ্যে শুধুমাত্র কাতালোনিয়া প্রদেশেই ১৫ লাখ মুসলিমের বসবাস। স্পেনে মুসলিম জনগোষ্ঠীর সংগঠন ইউনিয়ন অব ইসলামিক কমিউনিটির তথ্য মতে, স্পেনের মোট জনসংখ্যার ৩.৮ ভাগ মুসলিম। তাঁদের মধ্যে ৬০ ভাগ অভিবাসী মুসলিম।

Spread the love