সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
জেলা প্রতিনিধি/হবিগঞ্জ::
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহিদুল আমিন এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত বুলবুল খান শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও নিশাপট গ্রামের সুরুক খানের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৫ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অস্ত্রসহ তাকে আটক করে র্যাব-৯ এর সদস্যরা। এ ব্যাপারে র্যাব বাদি হয়ে তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। পুলিশ মামলাটি তদন্ত করে একই বছর আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করে। আদালত রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষনা করেন।
হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত বুলবুল খানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।