লন্ডনে পেঁয়াজ ভাজি করে বিশ্বরেকর্ড করলেন বাংলাদেশি

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

লন্ডনে পেঁয়াজ ভাজি করে বিশ্বরেকর্ড করলেন বাংলাদেশি

লন্ডন অফিসঃ

বাংলাদেশি মালিক ও কর্মীদের দ্বারা পরিচালিত লন্ডনে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামের প্রায় সবগুলো প্রতিষ্ঠানই । আর এসব ইন্ডিয়ান রেস্টুরেন্টের  জনপ্রিয় ডিশগুলোর অন্যতম হচ্ছে পেঁয়াজ ভাজি। ভাজি সাধারণত ১০০ গ্রামের মধ্যেই রান্না করা হয়ে থাকলেও ১৭৫ কেজি ওজনের পেঁয়াজ ভাজি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ব্রিটিশ বাংলাদেশি শেফ অলি খান। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার ২৫ জন দক্ষ রন্ধনশিল্পীর সহযোগিতায় লন্ডন মুসলিম সেন্টারের গ্রাউন্ড ফোর-সংলগ্ন কিচেনে দীর্ঘ ৮ ঘণ্টার প্রচেষ্টায় তিনি পেঁয়াজ ভাজিটি তৈরি করে বিশ্বে রেকর্ড সৃষ্টি করেন।এর আগে ২০১১ সালে কলিন বার্ট নামের জনৈক ব্যক্তি, ব্রার্ডফোর্ড কলেজের ছাত্ররা এবং প্রাসাধ রেস্টুরেন্টের কর্মীদের যৌথ প্রচেষ্টায় ১০২ কেজি ওজনের পেঁয়াজ ভাজি করে বিশ্ব রেকর্ড করেছিলেন।

পেঁয়াজ ভাজির ২০১১ সালের রেকর্ড ভাঙতে এর আগে ২০১৭ সালে অলি খান প্রথম উদ্যোগ নিলেও তখন তা ব্যর্থ হয়েছিলেন। এবার দ্বিতীয় চেষ্টায় সফল হয়ে তিনি সকল কৃতিত্ব তার পুরো টিমকে দিলেন। লন্ডনে রেস্টুরেন্ট ব্যবসার বর্তমান সংকটময় মুহূর্তে এই অর্জন ব্যসায়িক সংকট সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করেন অলি খান।বিশ্বের বৃহত্তম এই পেঁয়াজ ভাজি রান্না শেষে কমিউনিটির মানুষ ও হোমলেসদের মধ্যে বিতরণ করা হয়। এর মাধ্যমে অর্জিত অর্থ ইস্ট লন্ডন মসজিদের চ্যারিটি ট্রাস্টে প্রদান করা হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930