যুক্তরাষ্ট্রে জন্ম-উৎসবে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

যুক্তরাষ্ট্রে জন্ম-উৎসবে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীদের ‘শুভ শুভ শুভদিন-শেখ হাসিনার জন্মদিন স্লোগান আর শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে নিউইয়র্কে তাঁর ৭৪তম জন্ম-উৎসব অনুষ্ঠিত হলো।

 

স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার এ অনুষ্ঠানে ৭৪ পাউন্ড ওজনের কেক কাটাও হয় বিপুল করতালির মধ্যে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল) অনুষ্ঠিত জন্মোৎসবে ভিন্ন মাত্রা এসেছিল সকলের মধ্যে ‘মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার’ প্যাকেট বিতরণের মাধ্যমে।

 

সংগঠনের সাধারণ সম্পাদক হাজী আব্দুল কাদের মিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু শেখ হাসিনার বিশ্বনেতায় পরিণত হবার ধারা বিবরণী এবং জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ রচনায় অবিস্মরণীয় নেতৃত্ব সম্পর্কে আলোকপাত করেন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সেক্রেটারি মুক্তিযোদ্ধা

 

রেজাউল বারি, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স’৭১ এর প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সেক্রেটারি আবু তালেব চৌধুরী চান্দু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা মানিক, সাংগঠনিক সম্পাদক আশরাব আলী খান লিটন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক কামাল হোসেন মিঠু, নির্বাহী সদস্য আবুল বাশার ভুইয়া প্রমুখ।

 

বক্তারা শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের ইমেজ আন্তর্জাতিক অঙ্গনে আরও মহিমান্বিত করার সংকল্প ব্যক্ত করেন।

 

আশরাফুল বুলবুলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন মাওলানা সুলতান মাহমুদ। বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রধান সবিতা দাস ও উইলি নন্দির নেতৃত্বে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা-স্মারক সঙ্গীত পরিবেশনের পর কেক কাটা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930