সিলেট ২৪শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরও ১০ জন উপদেষ্টা, ১১ জন ভাইস চেয়ারম্যান এবং দুজন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সিলেটৈর দুই নেতার নাম ঘোষনা করা হয়েছে। ঘোষিত কমিটিতে ভাইস চেয়ারম্যান হয়ে ছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্টির চেয়ারম্যান জি এম কাদের তাদের নাম ঘোষণা করেন।
১০ জন উপদেষ্টা হচ্ছেন- মোর্শেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম), মেহজাবিন মোর্শেদ (চট্টগ্রাম), সালাহ উদ্দিন আহমেদ (নোয়াখালী), শাহ-ই আজম (নরসিংদী), দেওয়ান আলী (ঢাকা), বাহাউদ্দিন বাবুল (ঢাকা), অধ্যাপক মহসিন ইসলাম হাবুল (বরিশাল), এ আর ইসলাম (ময়মনসিংহ), পনির উদ্দিন আহমেদ এমপি (কুড়িগ্রাম), শাহজাদি নাহিনা শান্তা (নারায়ণগঞ্জ)।
এছাড়া আরো ৯ জনকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তারা হচ্ছেন- নুরুল ইসলাম তালুকদার এমপি (বগুড়া), জাহাঙ্গীর হাসান মানিক (বরিশাল), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (গাইবান্ধা), সালাউদ্দিন স্বপন (রাজশাহী), মোবারক হোসেন দুলু (বি. বাড়িয়া), আবু সালেক (পঞ্চগড়), আহমেদ শফি রুবেল (দিনাজপুর), নুরুন্নাহার বেগম (ঠাকুরগাঁও), অ্যাডভোকেট লাকি বেগম (বি. বাড়িয়া)।
দুজন যুগ্ম মহাসচিব হলেন- জসীম উদ্দিন ভূঁইয়া (নেত্রকোনা), গোলাম মর্তুজা (বরিশাল)।